কলকাতা, 25 জানুয়ারি: উপাচার্য নিয়োগ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা - নানা বিষয়ে মঙ্গলবার আবারও রাজ্য সরকারকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar slams state govt)। আজ রাজ্য বিধানসভায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । সেখানেই নানা বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল (bengal governor Jagdeep Dhankhar)। তবে সরকারি অনুষ্ঠানে রাজ্যপালের এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর অভিযোগ, রাজ্যপালের সম্মতি না নিয়েই 25 জন উপাচার্য নিয়োগ করেছে রাজ্য সরকার । ধনকড়ের তোপ, "দেশের কোথাও এই ভাবে উপাচার্য নিয়োগ হয় না । রাজ্যের শিক্ষার উন্নতি নিয়ে আলোচনা করার জন্য উপাচার্যদের বৈঠকে ডেকেছিলাম । কিন্তু কেউ আসেননি । দেশের কোথাও এ রকম হয় না ৷"
আরও পড়ুন:Dhankhar on Calcutta University VC Extension : কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ রাজ্যপাল
রাজ্যপাল এ দিন একহাত নেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও (Biman Banerjee on Jagdeep Dhankhar)। দিনের পর দিন অধ্যক্ষ রাজ্যপালকে ব্ল্যাকআউট করছেন বলে অভিযোগ তাঁর । ধনকড়ের দাবি, "এটা তিনি করতে পারেন না ।"
সরকার রাজ্যপালের সম্পর্কে মিথ্যে তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করে ধনকড় বলেন, "বলা হচ্ছে যে, হাওড়া পৌরসভা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল রাজভবনে আটকে রয়েছে । এসব সর্বৈব মিথ্যে । একটি বিলও আমরা অফিসে আটকে নেই । দায়িত্ব নিয়ে বলছি ।" এখানেই না-থেমে মঙ্গলবার সরকারি অনুষ্ঠানে রাজ্যের আমলাদেরও নিশানা করেন ধনকড় ৷ তাঁর অভিযোগ, "সরকারি আধিকারিকরা তাঁদের সাংবিধানিক কর্তব্য ভুলে গিয়েছেন । মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন যে তিনি রাজ্যপালের কাছে দায়বদ্ধ । নইলে কেন রাজ্যপালেকে এত অপমান !" রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে বলে তোপ দেগে তিনি ফের তুলে আনেন ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ ৷ বলেন, "ভোটাররা রাজ্যে নির্ভয়ে ভোট দিতে পারেন না । নির্বাচন পরবর্তী সন্ত্রাসই তার প্রমাণ ৷"
আরও পড়ুন:Dhankhar tweeted on Suvendu : শুভেন্দুকে আটকানোর তথ্য না পেয়ে ‘অপমানিত’ রাজ্যপালের কড়া টুইট-বার্তা
রাজ্যপালকে পাল্টা জবাব দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "বিআর আম্বেদকরের মূর্তিতে মালা দিতে এসে তিনি এরকম একটা সাংবাদিক বৈঠক করলেন । সাংবাদিক বৈঠক করতে হলে তিনি রাজভবনে করতে পারতেন । কিন্তু তা না করে একটি সরকারি অনুষ্ঠানে এসে যে ভাবে সাংবাদিক বৈঠক করলেন, এটা তিনি ঠিক করলেন না । এটা রাজ্যপালের শোভা পায় না ।"
হাওড়া পৌরসভা বিল নিয়ে অধ্যক্ষ এদিন ফের বলেন, সেই বিলে এখনও রাজ্যপাল সম্মতি দেননি ৷ বিমানের কথায়, "তিনি বলছেন যে এই বিলটি রাষ্ট্রপতি নামঞ্জুর করেছে । অথচ এই মর্মে আমরা কোনও চিঠি পাইনি । রাজ্যপালের চেষ্টা থাকে সবসময় যে কোনও ভাবে বিভিন্ন বিলকে দেরি করে দেওয়ার ।"