কলকাতা, 5 জুলাই : পশ্চিমবঙ্গে সাংবিধানিক নৈরাজ্য চলছে ৷ মঙ্গলবার এমনই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ এদিন তিনি একটি বেসরকারি সংবাদ সংস্থার অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এই মন্তব্য করেন ৷
রাজ্যপাল বিভিন্ন সময় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান ৷ বিভিন্ন ইস্য়ুতে সমালোচনা করেন ৷ 2021-এর বিধানসভা নির্বাচন (Bengal Assembly Elections 2021) মিটে যাওয়ার পর ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে তাঁকে সবচেয়ে বেশি তৎপর হতে দেখা গিয়েছিল ৷ এদিনও তার পুনরাবৃত্তি করলেন ধনকড় ৷
সরাসরি আক্রমণ করলেন রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে ৷ তাঁর অভিযোগ, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না৷ আদালতের নির্দেশও মানে না ৷ এতে আক্রান্ত বা নির্যাতিতরা ভয় পেয়ে যান ৷ ঘটনাচক্রে রাজ্যের পুলিশমন্ত্রীর দায়িত্ব সামলান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এক্ষেত্রে পুলিশি ভূমিকার সমালোচনা করে কার্যত মমতাকেই বিঁধেছেন রাজ্যপাল ৷ পুলিশের এই ভূমিকার জন্যই রাজ্যে সাংবিধানিক নৈরাজ্য চলছে বলে মত প্রকাশ করেছেন ধনকড় ৷