কলকাতা, 2 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) বিরুদ্ধে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ বুধবার সন্ধ্যায় তিনি জানান, মুখ্যমন্ত্রীর কটূক্তিকে তিনি ভয় পান না (bengal governor dhankhar challenge mamata banerjee again) ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷ আমার বিরুদ্ধে খারাপ কথা বলেছেন ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন ছিল ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করেন মমতা ৷ নাম না-করে রাজ্যপালকে 'ঘোড়ার পাল' বলেন তিনি ৷ সেই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন রাজ্যপাল ৷
তাঁর দাবি, নজিরবিহীন ভাবে মুখ্যমন্ত্রী তাঁকে কটূক্তি করেছেন ৷ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের একটি সাধারণ ঘটনার সঙ্গে তুলনা টেনে তাঁকে খারাপ কথা বলা হয়েছে ৷ তখনই তিনি পালটা চ্যালেঞ্জ ছোঁড়েন মুখ্যমন্ত্রীকে ৷ বলেন, ‘‘কটূক্তিকে ভয় পাই না ৷’’ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘রাজ্যপাল সংবিধান লঙ্ঘন করেছে, খারাপ কথা বলেছে, একটা উদাহরণ দেখান ৷’’