কলকাতা, 15 জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আবারও সংঘাত জোরালো হল রাজ্য সরকার ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের । আজ আবারও রাজ্যপাল জগদীপ ধনকড়ের টুইটের নিশানায় প্রশাসন ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে ট্যাগও করেন তিনি ।
রাজ্যপাল জগদীপ ধনকড় নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন যে, শিক্ষার ক্ষেত্রে এই রাজ্যে আইনের শাসন নেই । চলছে শাসকদলের আইন । সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তীকে দ্বিতীয় দফায় পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে এই টুইটটি করেন রাজ্যপাল (bengal governor criticises mamata government on calcutta university vc extension) ।
রাজ্যপাল এর আগে একটি টুইটে বলেছিলেন, রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রক্রিয়ায় আচার্যর অনুমতি নেওয়া হয়নি । এইবার তাঁর সঙ্গে যোগ হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম । তাঁর অভিযোগ, 25টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়নি । তাই রাজ্যপালের অনুমতি ছাড়াই যে নিয়োগগুলি হয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকড় ।