কলকাতা, 2 এপ্রিল : লাগাতার বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম । এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভাড়া নিয়ে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের (Bengal Transport Minister Firhad Hakim) সঙ্গে বৈঠক রয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলির ৷ তার আগেই একটি ক্যাব সংস্থা এক ধাক্কায় 15 শতাংশ ভাড়া বাড়িয়েছে। তার পরই অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ে সরকারি নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । শনিবার তিনি জানিয়েছেন, ভাড়া নিয়ন্ত্রণে আইন করার লক্ষ্যে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার (Bengal Government Going to Introduce a Law to Regulate App Cab Fare) ৷
তিনি এদিন বলেন, ‘‘জ্বালানির দাম বাড়ছে । তবে ভাড়া বৃদ্ধি করে এর সুরাহা হবে না । বিকল্প জ্বালানি প্রচলনের ব্যবস্থা করছি আমরা । সিএনজি ও ব্যাটারি চালিত গাড়ি চার্জ দেওয়ার স্টেশন করা হচ্ছে শহরজুড়ে ।’’ তবে আলোচনার আগেই এভাবে ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, ‘‘অ্যাপ ক্যাবের ভাড়া নিয়ন্ত্রেণের জন্য রাজ্য আইন করবে । সেই উদ্দেশ্যে আগামী বিধানসভা অধিবেশনে বিল আনবে রাজ্য ।’’