পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 29, 2022, 9:26 AM IST

Updated : Jun 29, 2022, 11:00 AM IST

ETV Bharat / city

Bengal election Result: পাহাড়ে ফুটল ঘাস-ফুল, চন্দননগরে বাম, ঝালদায় কংগ্রেস ! একনজরে বঙ্গ-ভোটের ফল

সকাল আটটায় ভোটগণনা শুরু করে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচন ও উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে ৷ ফলাফলের আপডেট দেখে নিন একনজরে ৷

Bengal election Result: Election Commission starts Counting
দমদমে তৃণমূল, চন্দননগরে বাম, ঝালদায় কংগ্রেস ! একনজরে বঙ্গ-ভোটের ফল

Bengal election Result: আজ রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচন ও উপনির্বাচনের ভোটগণনা (Bengal election Result)৷ ভোটগণনা জিটিএ নির্বাচনেরও (GTA election result)৷ সকাল 8টায় গণনা শুরু করেছে নির্বাচন কমিশন ৷ সর্বোচ্চ তিন রাউন্ড গণনা হবে (Election Commission starts Counting)৷

আরও পড়ুন:Mithun Kandu wins: ঝালদায় জিতলেন নিহত কাউন্সিলর তপন কান্দুর ভাইপো মিঠুন

এখনও পর্যন্ত পাওয়া আপডেট একনজরে...

  • পাহাড়ে ফুটল ঘাস-ফুল ৷ ডালি ব্লুমফিল্ড সমষ্টি থেকে জয়ী তৃণমূলের বিনয় তামাং ৷ কালিম্পঙের 35নং সমষ্টি থেকে জয়ী তৃণমূল প্রার্থী সুমন গুরুং ৷ বিজিপিএম প্রার্থী অনিত থাপা জয়ী সোনাদা সমষ্টি থেকে ৷
  • পানিহাটি 8 নম্বর ওয়ার্ডে 2274 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মীনাক্ষী দত্ত ৷
  • ভাটপাড়া 3 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল প্রার্থী কনকলতা দাস পেয়েছেন 1389টি ভোট, সিপিআইএম প্রার্থী রিঙ্কি সাউ পেয়েছেন 218টি ভোট, বিজেপি প্রার্থী অর্পিতা দাস পেয়েছেন 191টি ভোট ও কংগ্রেস প্রার্থী শান্তি সাহা পেয়েছেন 25টি ভোট ৷
  • ঝালদা 2 নম্বর ওয়ার্ডের (Jhalda By-poll) উপনির্বাচনে জয়ী হলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu wins)। 778 ভোটে তৃণমূল কংগ্রেসের জগন্নাথ রজককে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী ।
  • দমদম 4 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল প্রার্থী তাপস রায় পেয়েছেন 445টি ভোট ৷ সিপিআইএম প্রার্থী শান্তনু বর্ধন পেয়েছেন 65টি ভোট, বিজেপি প্রার্থী ভাস্কর রায় বর্মন পেয়েছেন 37টি ভোট ও কংগ্রেস প্রার্থী সোমনাথ চক্রবর্তী পেয়েছেন 6টি ভোট ৷
  • দক্ষিণ দমদমে 29 নম্বর ওয়ার্ডেও জিতল তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায় পেয়েছেন 10,483টি ভোট, সিপিআইএম প্রার্থী বন্দনা ঘোষ রায় পেয়েছেন 949টি ভোট, বিজেপি প্রার্থী পেয়েছেন মৌসুমী সেন 951টি ভোট, কংগ্রেস প্রার্থী স্বপ্না দাস পেয়েছেন 54টি ভোট ৷
  • চন্দননগর পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের নির্বাচনে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় ৷
  • জিটিএ নির্বাচনে কার্শিয়াঙে এগিয়ে নির্দল প্রার্থী নর্দেন শেরপা ।
  • কন্ট্রোল রুমে সকাল থেকেই তৎপরতা ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে ৷
  • শিলিগুড়িতে বৃষ্টির কারণে গণনাকেন্দ্রে পৌঁছতে দেরি কাউন্টিং এজেন্টদের ৷ শুরু হয়েছে ভোটগণনা ৷
Last Updated : Jun 29, 2022, 11:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details