পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঘাসফুলের ডাবল সেঞ্চুরিতেও কুপোকাৎ উত্তরবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হ্যাটট্রিক-এর এই সাফল্যের পরিস্থিতিতেও জিততে পারলেন না তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী ৷ একজন গৌতম দেব এবং অন্যজন রবীন্দ্রনাথ ঘোষ ৷

ঘাসফুলের ডাবল সেঞ্চুরিতেও কুপোকাৎ উত্তরবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী
ঘাসফুলের ডাবল সেঞ্চুরিতেও কুপোকাৎ উত্তরবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী

By

Published : May 2, 2021, 11:02 PM IST

Updated : May 3, 2021, 12:07 PM IST

কলকাতা, 2 মে : বঙ্গ-ভোটে কে জিতবে ? তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি ? নাকি ত্রিশঙ্কু হবে ভোটের ফল ? গত দুই মাস ধরে এই প্রশ্ন ঘিরে আন্দোলিত হয়েছে বঙ্গ রাজনীতি ৷ রবিবার ফল ঘোষণার পর দেখা গেল রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠল ৷ গতবারের মতোই 200-র বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরল তৃণমূল কংগ্রেস ৷

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হ্যাটট্রিক-এর এই সাফল্যের পরিস্থিতিতেও জিততে পারলেন না তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী ৷ একজন গৌতম দেব এবং অন্যজন রবীন্দ্রনাথ ঘোষ ৷ গৌতম দেব ছিলেন পর্যটন মন্ত্রী এবং রবীন্দ্রনাথ ঘোষ ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ৷

শিলিগুড়ির বাসিন্দা হলেও পাশের জেলা জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে 2011 সালে ভোটে লড়েন ৷ ওই আসন থেকেই তিনি পর পর দু’বার জিতেছেন ৷ কিন্তু এবার হেরে গেলেন ৷

অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ 2011 সালে কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্র থেকে বিধায়ক হন ৷ 2016 সালেও ওই আসন থেকে তিনি জেতেন ৷ কিন্তু এবার তিনি হেরে গেলেন ৷

উত্তরবঙ্গের রাজনীতির যাঁরা খবর রাখেন, তাঁদের অনেকের মত যে একদিকে প্রবল বিজেপি হাওয়া এবং মানুষের ক্ষোভই গৌতম-রবীন্দ্রনাথের এই হারের কারণ ৷ গৌতম দেব হেরেছেন বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে ৷ ওই আসনে 2019 সালের লোকসভা নির্বাচনের সময়ই এগিয়ে ছিল বিজেপি ৷ বলা যায়, সেই লিড ধরে রেখেই হেভিওয়েট এই তৃণমূল নেতাকে হারিয়ে বিজেপির ‘শিখা’ জ্বলল ৷

আরও পড়ুন :এই জয় মমতাকে জাতীয় নেত্রী করল, জাতীয় বিকল্প হলেন কি ?

অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষকে হারিয়েছেন বিজেপির মিহির গোস্বামী ৷ তিনি কয়েক মাস আগেও ছিলেন তৃণমূলের বিধায়ক ৷ কিন্তু দলের প্রতি ক্ষোভ থেকে তিনি বিজেপিতে যোগ দেন ৷ কোচবিহারের রাজনৈতিক মহলের খবর, সেখানকার রাজনীতিতে মিহির গোস্বামী ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্য়ে একটা অদৃশ্য লড়াই শুরু হয়েছিল ৷ যাঁর ফলে রাজনীতির ময়দানে বারবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তৃণমূলের রবি ঘোষকে ৷ আর ভোটের ফল বের হওয়ার পর দেখা গেল মিহির গোস্বামীর সেই চ্যালেঞ্জে হারলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷

Last Updated : May 3, 2021, 12:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details