পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মন্ত্রিসভায় কারা ? কোভিড রুখতে কী দাওয়াই ? আজ জরুরি বৈঠকে মমতা

আজ দুপুরে তৃণমূল ভবনে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মন্ত্রিসভায় কারা থাকবেন, কোভিড রুখতে কী পদক্ষেপ করা হবে - এমন নানা বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে ৷

bengal-election-result-2021-mamata-banerjee-calls-tmc-meeting-to-discuss-covid-situation
মন্ত্রিসভায় কারা ? কোভিড রুখতে কী দাওয়াই ? আজ জরুরি বৈঠকে মমতা

By

Published : May 3, 2021, 12:13 PM IST

কলকাতা, 3 মে: অবিস্মরণীয় জয়ের এখনও 24 ঘণ্টাও হয়নি । তার মধ্য়েই দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই শুরু করার পথে মমতা বন্দ্যোপাধ্যায় । আজ দুপুরে দলীয় কর্মীদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে তৃণমূল ভবনে । এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো ছাড়াও উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব ।

গতকালই নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই মুহূর্তে তাঁর দলের প্রধান কাজ হল কোভিডের বিরুদ্ধে লড়াই করা । যে ভাবে করোনা আক্রান্ত হয়ে বাংলার মানুষ সংকটে রয়েছে, তাতে জয়কে সেলিব্রেট করতে চান না তিনি । বরং তিনি এবং তাঁর দলের মূল লক্ষ্য, এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো । আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে । বিশেষ করে তাঁর দলের জনপ্রতিনিধিদের উদ্দেশে মমতার বার্তা হতে পারে, এই মুহূর্তে তাঁরা যেন মানুষের পাশে দাঁড়ান ।

আজ সন্ধ্যাতেই রাজভবনে তৃণমূল নেত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সেখানেই শপথ গ্রহণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে । কিন্তু তার আগে এ দিন দুপুরের বৈঠকে নয়া মন্ত্রিসভা নিয়েও আলোচনা হতে পারে । এ ক্ষেত্রে কোন কোন নতুন মুখ মন্ত্রিসভায় আসছেন, অথবা কারা আগামী দিনে বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।

আরও পড়ুন:আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা, কবে শপথ ?

মোটের উপর আজকের বৈঠক তৃণমূল কংগ্রেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বৈঠক থেকেই আগামী দিনের রূপরেখা তৈরি করবে দল । দলীয় সূত্রে খবর, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও ।

ABOUT THE AUTHOR

...view details