কলকাতা, 02 মে :গণির গড় ৷ মালদার রাজনীতি নিয়ে আলোচনা শুরু হলে শুরুতেই প্রাসঙ্গিক হয়ে ওঠে এই বিষয়টি ৷ উত্তরবঙ্গের এই জেলায় কংগ্রেস ও বরকত গণি খান চৌধুরী সমার্থক হয়ে উঠেছিল ৷ এমনকী, গণি খানের মৃত্যুর পরও তাঁর মিথ ভাঙিয়েই মালদার রাজনীতিতে দাপট বজায় রেখেছিল কংগ্রেস ৷
সেই মালদাতেই কংগ্রেসকে এবার ভোটাররা শূন্য হাতে ফিরিয়ে দিল ৷ জেলার 12টি বিধানসভা আসনের একটিতেও জিতল পারল না কংগ্রেস ৷ তৃণমূল কংগ্রেসের দখলে গেল 7টি আসন ৷ অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এতদিন প্রতিটি ভোটেই খালি হাতে ফিরতে হত মালদা থেকে ৷ আর 2016 সাল থেকে শক্তিবৃদ্ধির ধারা বজায় রেখে এবার 5টি আসনে জিতেছে ভারতীয় জনতা পার্টি ৷
কিন্তু কেন এমন হল ? যে জেলায় এতদিন আধিপত্য ছিল কংগ্রেসের ৷ সেখান থেকে কেন খালি হাতে ফিরতে হল কংগ্রেসকে ৷ পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে যে 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে মালদায় ক্রমশ শক্তিক্ষয় হয়েছে কংগ্রেসের ৷ আর সেই জায়গাটা একটু একটু করে দখল করেছে তৃণমূল ও বিজেপি ৷