পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন - Vote Counting

এদিন যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে প্রার্থী বা তাঁর এজেন্টের ৷ অথবা করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ নিতে হবে ৷

করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন
করোনা রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ নয়, জানাল কমিশন

By

Published : Apr 28, 2021, 4:17 PM IST

Updated : Apr 28, 2021, 4:36 PM IST

কলকাতা, 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে গণনা নিয়ে ক্রমশ কড়া হচ্ছে নির্বাচন কমিশন ৷ কয়েকদিন আগে তারা জানিয়েছিল যে ভয়াবহ করোনা পরিস্থিতির জেরে বিজয় মিছিল করা যাবে না ৷ আর, বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে যে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ বিশেষ করে প্রার্থী ও তাঁর এজেন্টদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ৷

উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পরই নির্বাচনী প্রচারে রাশ না টানা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ আদালতের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে কমিশনকে ৷ পরের দিকে প্রচারে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷ তার পর গণনা নিয়েও নির্দেশিকা জারি করতে শুরু করল তারা ৷

এদিন যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে যে করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে প্রার্থী বা তাঁর এজেন্টের ৷ অথবা করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ নিতে হবে ৷

আরও পড়ুন :নির্বাচনের দায়িত্বে থাকা 135 শিক্ষকের মৃত্যু, সরকারকে নোটিস আদালতের

তাছাড়া করোনা পরীক্ষার ব্য়বস্থা কমিশনই করবে বলে জানা গিয়েছে ৷ গণনার আগের দিন এই পরীক্ষা করা হবে ৷ তার জন্য তিনদিন আগে সমস্ত এজেন্টদের তালিকা চাওয়া হয়েছে৷ এছাড়া গণনাকেন্দ্রের বাইরে জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ আর এই নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন ৷

Last Updated : Apr 28, 2021, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details