কলকাতা, 6 এপ্রিল : আট দফার শেষ দুই দফায় ভোট হতে চলেছে কলকাতায় ৷ মহানগরের 11টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী 26 ও 29 এপ্রিল ৷ আর তার আগে আজ, মঙ্গলবার কলকাতার 8টি কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷
ওয়াকিবহাল মহল এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিচ্ছে ৷ তার কারণ, এতদিন জেলায় 3 বছরের বেশি দায়িত্বে কিংবা কোনও অভিযোগ থাকলে রিটার্নিং অফিসারদের বদলি করার ঘটনা ঘটেছে ৷ কিন্তু কলকাতার ক্ষেত্রে তা একেবারেই হয়নি ৷
স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন ? কলকাতার ভোট নিয়ে কি আগামিদিনে আরও কড়া কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে পারে তারা ?
উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে যে কলকাতা বন্দর, ভবানীপুর, বেলেঘাটা, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো ও এন্টালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে ৷ তাঁদের জায়গায় কাদের দায়িত্ব দেওয়া হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে ৷