কলকাতা, 27 মার্চ : ভোটদানের হার ৷ যা দেখে নাকি আভাস পাওয়া যায় যে ফলাফল কোন পক্ষের দিকে হতে চলেছে ৷ শনিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ছিল ৷ সেখানে দিনের শেষে ভোটদানের হার প্রায় 80 শতাংশ ৷ স্বাভাবিক ভাবেই তাই প্রশ্ন উঠছে যে এটা কীসের ইঙ্গিত ? মানুষ কি গণতন্ত্রের এই উৎসবে যোগদান করে শাসক দল তৃণমূলকে ক্ষমতায় রাখার পক্ষে রায় দিলেন ? নাকি পুরোটাই প্রতিষ্ঠান বিরোধী ভোট হল ?
শনিবার ভোট ছিল পশ্চিমবঙ্গের পাঁচ জেলায়৷ দিনের শেষে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, পুরুলিয়ায় 77.13 শতাংশ, বাঁকুড়ায় 80.03 শতাংশ, ঝাড়গ্রামে 80.55 শতাংশ, পশ্চিম মেদিনীপুরে 80.16 শতাংশ ও পূর্ব মেদিনীপুরে 82.42 শতাংশ ভোট পড়েছে ৷ সার্বিক ভাবে রাজ্যের 30 টি আসনে ভোটদানের হার 79.79 ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে যখন ভোটদানের হার বেশি হয়, তখন সাধারণত শাসক পক্ষের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষ উগরে দেন ইভিএমে ৷ সেই হিসাব ধরলে এই ভোট তৃণমূল কংগ্রেসের বিপক্ষে যাওয়া উচিত ৷ আর যদি সত্যিই তাই হয়, তাহলে কোন পক্ষে পড়ল ভোট ! বিজেপির দিকে নাকি সিপিএম-কংগ্রেস-আইএসএফ এর সংযুক্ত মোর্চার দিকে ?
যদিও পশ্চিমবঙ্গে ভোটদানের হার বরাবর ভালো হয় ৷ বাম জমানায় বহুবার এমন উদাহরণ দেখা গিয়েছে ৷ আর অধিকাংশ ক্ষেত্রেই ভোট শাসক পক্ষের দিকেই গিয়েছে ৷ এমনকী, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও সেই ট্রেন্ড বজায় থেকেছে ৷ তাই রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশ এতে চিন্তার কোনও কারণ দেখছেন না শাসক দলের জন্য ৷