কলকাতা, 29 মার্চ: ভোটের ময়দানে বাংলায় উত্তাপ চড়াল নিমতায় বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু ৷ তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব ৷ বিক্ষোভ-মিছিলের পাশাপাশি শুরু হয়েছে টুইট-বাণ ৷ গোদা বাংলায় টুইট করে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ এ ছাড়াও অমিত মালব্য থেকে শুরু করে বাবুল সুপ্রিয়-সহ অন্যান্য বিজেপি নেতারাও এই ঘটনায় টুইটে তৃণমূলকে নিশানা করেছেন ৷ অবশ্য চুপ করে নেই ঘাস-ফুলও ৷ টুইটে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন ৷ 'মৃত্যু নিয়ে রাজনীতি'র অভিযোগে সরব হয়েছেন সৌগত রায় ৷ আবার নন্দীগ্রামের সভা থেকে বিজেপির আক্রমণের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
26 ফেব্রুয়ারি রাতে নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর 82 বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি । এই ঘটনার পর আহত অবস্থায় শোভা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয় । প্রায় 20-25 দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসারত অবস্থায় আজ সকালে শোভা মজুমদারের মৃত্যু হয় ।
এরপরই এই ঘটনায় তৃণমূলকে নিশানা করে জোরালো আক্রমণ শুরু করে গেরুয়া শিবির ৷ বাংলায় টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত । এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে ৷ হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে ৷"
নন্দীগ্রামের ঠাকুরচকের সভা থেকে অমিত শাহের এই মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এখন কথায় কথায় বাংলায় টুইট করছেন ৷ বলছেন, বাংলায় নিরাপত্তা নেই ৷ তাহলে উত্তরপ্রদেশের কথা কী বলবেন ? হাথরসের কথা কী বলবেন ? আমি সব মৃত্যুরই বিপক্ষে ৷ তবে ওরা মিথ্যে প্রচার চালায় ৷ কমিশন পুলিশকে হাতে নিয়েছে ৷ তারপর থেকে আমাদের তিনজন কর্মী খুন হয়েছেন ৷ সেটা নিয়ে তো কিছু বলেননি ৷ আর কোচবিহারের বিজেপির কর্মী আত্মহত্যা করলেন, সেটা নিয়ে মিথ্যে প্রচার চালিয়ে মিছিল করে গেলেন ৷"
আরও পড়ুন:নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের মৃত্যু, সোচ্চার বিজেপি