কলকাতা , 19 মার্চ : ভোটের দামামা বেজে গেছে আগেই । প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজ । সবুজ সাথীর সাইকেলে চেপে, খেলা হবে লেখা ব্যাট হাতে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী লাভলী মৈত্র । এদিন বারুইপুর আদালতের সামনে থেকে প্রায় হাফ কিলোমিটার সাইকেল চেপে তিনি মহকুমা শাসকের দফতর পর্যন্ত আসেন । সঙ্গে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী ।
খেলা হবে স্লোগানে কর্মী-সমর্থকদের সাথে তাকে নাচতেও দেখা যায় । মনোনয়নপত্র জমা দেওয়ার পর বারুইপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে লাভলী মৈত্র বলেন, " খেলা হবে । দলের এত কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মানে আমি অভিভূত । জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে এই দিনটা "।
এত মানুষের সমর্থন পেয়ে নিজের জয়ের ব্যাপারে তিনি এতটাই আত্মবিশ্বাসী যে, বিরোধী পক্ষের কোনো প্রার্থীকেই তাঁর চোখে পড়ছে না । বিরোধী দলের কোনো ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড় ও নেই বলে দাবি করেন তিনি ।