পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

বাইরে থেকে অপরাধীদের ভাড়া করে এনে নন্দীগ্রামে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এই মর্মে তাঁর বিরুদ্ধে কমিশনে চিঠি লিখেছে তৃণমূল ৷

bengal election 2021: TMC writes to Election Commission over "harboring of criminals by Suvendu Adhikari at Nandigram"
"বাইরে থেকে অপরাধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছে শুভেন্দু", কমিশনে চিঠি তৃণমূলের

By

Published : Mar 23, 2021, 11:17 AM IST

কলকাতা, 23 মার্চ:ভোটের মুখে বাইরে থেকে সমাজবিরোধীদের এনে নন্দীগ্রামে আশ্রয় দিচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে এমনই অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস ৷ কোন কোন জায়গায় 'অপরাধী'দের আশ্রয় দেওয়া হয়েছে, তার তালিকা ও পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া আছে সেই চিঠিতে ৷ স্থানীয় পুলিশকে সবটা জানানো সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷

চিঠিতে লেখা হয়েছে, নন্দীগ্রামের বাইরে থেকে অপরাধীদের নিয়ে গিয়ে সেখানে আশ্রয় দিচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ চিঠিতে উল্লেখ করা হয়েছে চারটি জায়গার কথা, যেখানে অপরাধীদের ঘাঁটি গাড়তে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ চিঠির বয়ান হল এরকম...

প্রথম জায়গা : কালীপদ শীর বাড়ি

এটা দোতলা বাড়ি ৷ নন্দীগ্রাম যাওয়ার পথে রিয়া পাড়া হাসপাতাল মোড়ের কাছে মেইন রোডের ডান দিকে পড়ে এই বাড়ি ৷ ডিসেম্বরের পর থেকে এখানে 30-40 জন যুবক বাস করছে ৷ এরা সবাই এসেছে কোলাঘাট, পিংলা, কাঁথি ও কন্টাই থেকে ৷ এরা 10-12টা মোটরবাইকে চড়ে ঘুরছে ৷ এদের কাছে গাড়িও আছে ৷ স্থানীয় একটি গাইডও দেওয়া হয়েছে এদের ৷ নিয়মিত এই জায়গায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী ৷

দ্বিতীয় জায়গা : হরিপুরে মেঘনাথ পালের বাড়ি

এটা তিন তলা বাড়ি ৷ চণ্ডীপুর-নন্দীগ্রাম রোড থেকে এক কিলোমিটার দূরে ৷ একটি ক্যানভাস দিয়ে বহুতলটি ঘেরা রয়েছে ৷ শুভেন্দু অধিকারীর এক নির্বাচনী এজেন্ট আরও 40-50 জনকে নিয়ে এখানে থাকেন ৷

এই সেই চিঠি

তৃতীয় জায়গা : বোয়াল-1-এ পবিত্র করের বাড়ি

তেরোপাখিরা গ্রামে এটি দোতলা বাড়ি ৷ বহরমপুর, ঝাড়ুচরণ, নরসিংহপুর, জাতির্মল, পানিবিতান থেকে আসা প্রায় 20-30 জন এখানে থাকছে ৷

চতুর্থ জায়গা : বোয়াল এমএসকে এলাকায় ভজহরি সামন্তের বাড়ি

এখানে আশ্রয় নিয়েছে প্রায় 20-30 জন ৷

আরও পড়ুন: দুই জেলায় শাহ, পুরুলিয়ায় মমতা ; মঙ্গলেও ভোট-বঙ্গে জমজমাট প্রচার

অপরাধীদের ভাড়া করে নিয়ে এসে শুভেন্দু এই চার জায়গায় আশ্রয় দিয়েছে বলে দাবি করেছে তৃণমূল ৷ এ বিষয়টি স্থানীয় পুলিশকেও জানানো হয়েছে দাবি তাদের ৷ তবে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ ৷ অবিলম্বে গোটা ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ABOUT THE AUTHOR

...view details