কলকাতা, 1 এপ্রিল: ইভিএম বিকল নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সকালের মধ্যেই দেড়শোরও বেশি ইভিএম বিকল হয়েছে বলে তোপ দাগেন তিনি ৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একহাত নেন তিনি ৷
ইভিএম বিকল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে টুইটে মহুয়া লিখেছেন, "দ্বিতীয় দফায় ভোটে এ দিন সকাল পর্যন্ত 150-রও বেশি ইভিএম বিকল হয়েছে ৷ নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে যতটা তত্পর ছিল, তার অর্ধেকও যদি ইভিএম বিকল রুখতে দেখাত..."