পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইভিএম বিকল নিয়ে কমিশনকে বিঁধলেন মহুয়া - ইভিএম বিকল

ইভিএম বিকল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ কমিশন পুলিশ আধিকারিকদের বদলি নিয়েই বেশি তত্পর হয়েছে বলে অভিযোগ তাঁর ৷

tmc mp Mahua moitra alleges over EVM malfunctioning
ইভিএম বিকল নিয়ে কমিশনকে বিঁধলেন মহুয়া

By

Published : Apr 1, 2021, 12:34 PM IST

Updated : Apr 1, 2021, 12:55 PM IST

কলকাতা, 1 এপ্রিল: ইভিএম বিকল নিয়ে সরব হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ সকালের মধ্যেই দেড়শোরও বেশি ইভিএম বিকল হয়েছে বলে তোপ দাগেন তিনি ৷ এ ব্যাপারে নির্বাচন কমিশনকে একহাত নেন তিনি ৷

ইভিএম বিকল নিয়ে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে টুইটে মহুয়া লিখেছেন, "দ্বিতীয় দফায় ভোটে এ দিন সকাল পর্যন্ত 150-রও বেশি ইভিএম বিকল হয়েছে ৷ নির্বাচন কমিশন পুলিশ আধিকারিকদের বদলি নিয়ে যতটা তত্পর ছিল, তার অর্ধেকও যদি ইভিএম বিকল রুখতে দেখাত..."

আরও পড়ুন:ইভিএম বিকলে চক্রান্ত দেখছেন সায়ন্তিকা, জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণে সকাল সকাল বিভিন্ন বুথে ইভিএম বিকল হওয়ার খবর সামনে এসেছে ৷ এ ব্যাপারে কমিশন ও বিজেপিকে একহাত নিয়েছে তৃণমূল ৷ বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও একই অভিযোগ করেছেন ৷ ইভিএম বিকলের অভিযোগ বারবার জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি ৷

Last Updated : Apr 1, 2021, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details