কলকাতা, 6 এপ্রিল : মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে গিয়ে তৃতীয় দফা ভোটের একাধিক ঘটনায় নালিশ জানাল তৃণমূল ৷ এদিন তৃণমূল প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ফিরহাদ হাকিম । ফিরহাদের অভিযোগ, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আট দফা ভোট করেও ব্যর্থ কমিশন ৷ কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্টের কাজ করেছে, পদ্মফুলে ভোট দিতে বলছে । এইসঙ্গে মঙ্গলবার সুজাতা মণ্ডল খাঁর ওপর হওয়া হামলা নিয়েও কমিশনে নালিশ জানায় তৃণমূল ।
ফিরহাদ হাকিম বলেন, ‘‘মহিলা ক্যান্ডিডেটকে বাঁশ দিয়ে মারা হয়েছে ৷ তাঁর প্রাণহানি হতে পারত ৷ ইলেকশন কমিশন কী দায়িত্ব পালন করছে ? সেন্ট্রাল ফোর্স বাংলার মা বোনেদের শ্লীলতাহানি করছে । বাংলার মেয়েদের কি কোনও ইজ্জত নেই ?