কলকাতা, 21 মার্চ : সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে । এভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারের সমালোচনায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী । বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার এই রাজ্যে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন । যা দেখে বাম নেতার প্রশ্ন, "এটা কি ভারতবর্ষের নির্বাচনের ম্যানিফেস্টো প্রকাশ হচ্ছে । অমিত শাহ করছেন, দিলীপ ঘোষ করেননি । অমিত শাহ প্রকাশ করলেন, সেটা কি রাজ্যের নির্বাচনের মানসিকতায় ? না কেন্দ্রের নির্বাচনের মানসিকতায় ? কেন্দ্রীয় মনোভাবে যা যা বলেছিলেন তা কোনটাই করেননি । 15 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, দুকোটি বেকারের চাকরি হবে বলেছিলেন, সবই প্রতারণা । আজকে বললেন আশাকর্মীদের মাইনে বাড়ানো হবে । এটা কি শুধু এই রাজ্যেই হবে না পুরো দেশে হবে । এটা তো হতে পারে না । স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর উন্নয়নের কথা বলছেন, যা আরেকটি প্রতারণা । পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বাড়তি বলছেন । যার অঙ্ক মিলছে না । একটা এইমস গড়তে সাতবছর চলে গেল । আরও তিনটি এইমস করার কথা বলছেন । যা প্রতারণা ছাড়া কিছু নয় ।"
বামফ্রন্ট তাদের নির্বাচন ইস্তেহার ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে রাজ্য বিজেপি তাদের নির্বাচন ইস্তেহার প্রকাশ করল । সুজন চক্রবর্তী বিজেপির সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন । তাঁর মতে, "এই জায়গায় অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর মিলে যাচ্ছে । মুখ্যমন্ত্রী বলছেন বাংলা নিজের মেয়েকে চায় । মুখ্যমন্ত্রী বাংলার মহিলা মহিলা একটা ভাব করছেন । উনি বাংলার মহিলা এতদিন ছিলেন না, হবেন । এখানে প্রতিযোগিতা চলছে । অমিত শাহ মহিলাদের জন্য এখন বলছেন । আসলে একই ছাচ থেকে একই সুর বেরোচ্ছে । চাকরিতে তেত্রিশ শতাংশ সংরক্ষণ । সাতবছর ধরে করেননি । অন্য রাজ্যে কি হয়েছে । এটা কি সারা দেশে হয়েছে । আপনি একশো শতাংশ সংরক্ষণ করতেই পারেন । বলতে তো ট্যাক্স লাগে না । সরকারের চাকরি নেই তো।চাকরি তুলে দিচ্ছে, নেগেটিভ যাচ্ছে । ফলে পুরোটাই বেঠিক হচ্ছে ।"