কলকাতা, 14 এপ্রিল : এবারের বিধানসভা নির্বাচনে এমন অনেক কিছুই ঘটছে, যা আগে কখনও হয়নি ৷ যার মধ্যে অন্যতম প্রতি দফার ভোটের দিন বঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এখনও পর্যন্ত চার দফার ভোট হয়েছে, প্রতি দফার ভোটেই দু’টি করে নির্বাচনী সভা করেছেন প্রধানমন্ত্রী ৷ আর স্বাভাবিক ভাবেই সেখান থেকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বিরুদ্ধে ৷
যা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷ বিভিন্ন জনসভা থেকে মমতা বারবার দাবি করছেন যে ভোটের দিন নির্বাচনী প্রচারে এসে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন মোদি ৷ তাই নির্বাচনের দিন মোদিকে প্রচার করার অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ৷
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোটের দিন প্রচার করছেন ৷ দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট থাকায়, সেদিন তিনি কোনও নির্বাচনী জনসভা করেননি ৷ তবে অন্য দফাগুলিতে যে কেন্দ্রে ভোট নেই, সেখানে গিয়ে প্রচার করেছেন ৷ ফলে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে যে তাহলে তাঁরও প্রচারে অনুমতি দেওয়া উচিত নয় কমিশনের ?
যদিও এই প্রশ্নের উত্তর বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে একাধিকবার দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ জানিয়েছেন, প্রয়োজনে তিনিও ভোটের দিন সভা করবেন না ৷ মোদি সভা করেন বলেই তিনিও সভা করেন ৷