কলকাতা, 21 এপ্রিল : এবারের বঙ্গ-ভোটে ভারতীয় জনতা পার্টির অন্যতম হাতিয়ার সংশোধিত নাগরিকত্ব আইন ৷ যে আইন বলবৎ করার প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের মন পেতে তৎপর গেরুয়া শিবির ৷ আর পশ্চিমবঙ্গের যে কয়েকটি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা ফ্যাক্টর, সেই কেন্দ্রগুলিতেই ভোটগ্রহণ করা হবে আগামিকাল, বৃহস্পতিবার ৷
আগামিকাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ ভোটে নেওয়া হবে 43টি কেন্দ্রে ৷ এর মধ্যে উত্তর 24 পরগনার 17টি আসন রয়েছে ৷ সেই আসনগুলির মধ্যে অন্তত সাতটি আসনে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ৷ ওই এলাকা থেকেই 2019 সালের ভোটে জিতেছেন বিজেপির শান্তনু ঠাকুর ৷ যাঁর কথার দাম মতুয়াদের কাছে অপরিসীম ৷