কলকাতা, 8 এপ্রিল : তিন দফায় হয়ে গিয়েছে 91 টি আসনের নির্বাচন ৷ এবার চতুর্থ দফার ভোট ৷ আগামী শনিবার নির্বাচন হবে রাজ্যের আরও 44 টি আসনে ৷ রাজ্যের অন্যান্য অংশের মতোই এই আসনগুলির রাজনৈতিক চিত্রও 2016 সাল থেকে 2019 সালের মধ্যে অনেকটাই বদলে গিয়েছে ৷
2016 সালের বিধানসভা নির্বাচনে এই এলাকার 39টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস ৷ এখানকার 46.02 শতাংশ ভোট ছিল তৃণমূলের দিকে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে পরিস্থিতি ভোট শতাংশের নিরিখে কিছুটা বদলে যায় ৷ এই আসনগুলি থেকে তৃণমূলের ভোট ছিল 45.22 শতাংশ ৷ তবে আসন অনেকটাই কমে যায় শাসক দলের ৷ 44টির মধ্যে 25টি আসনে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷
অন্যদিকে 2016 সালের লোকসভা নির্বাচনে এই আসনগুলি থেকে বামেরা 3টি ও কংগ্রেস 1টি আসন পেয়েছিল ৷ তাদের ভোটের হার ছিল যথাক্রমে 29.90 শতাংশ ও 5.78 শতাংশ ৷ 2019 সালের লোকসভা ভোটে এই আসনগুলির কোনওটিতে এগিয়ে থাকতে পারেনি বাম ও কংগ্রেস ৷ তাদের ভোট শতাংশও মারাত্মক ভাবে কমে যায় ৷ বামেরা পায় 9.13 শতাংশ ভোট৷ আর কংগ্রেসের দখলে ছিল মাত্র 1.79 শতাংশ ভোট ৷
তৃণমূল কংগ্রেস, বাম ও কংগ্রেসের এই খারাপ ফলের লাভ গিয়েছে গেরুয়া শিবিরে ৷ এই 44টি আসনের মধ্যে বিজেপি 2016 সালের একটিমাত্র আসনে জিতেছিল ৷ ভোটের হার ছিল 12.13 শতাংশ ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে 19টিতে এগিয়েছিল বিজেপি ৷ ভোট পেয়েছিল 41.33 শতাংশ ৷
চতুর্থ দফায় রাজ্যের পাঁচটি জেলায় ভোটগ্রহণ হবে ৷ এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারের সবক’টি আসনেই ভোট নেওয়া হবে ৷ 2016 সালে কোচবিহারের 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি ও ফরওয়ার্ড ব্লক একটি আসনে জেতে ৷ পরে ফরওয়ার্ড ব্লক থেকে জেতা উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৷ কিন্তু 2019 সালে ওই জেলায় তৃণমূল কংগ্রেসের সেই একছত্র আধিপত্য ভেঙে যায় ৷ বরং তারা বিজেপির কাছে কোণঠাসা হয়ে যায় ৷ লোকসভার ফলের নিরিখে ওই জেলার মাত্র দু’টি আসনে এগিয়ে ছিল তৃণমূল ৷ বাকি আসনগুলিতে এগিয়ে ছিল বিজেপি ৷