কলকাতা, 3 এপ্রিল: দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি হলেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে রাজ্যে । শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় 30 আসনে গড়ে 86 দশমিক 11 শতাংশ ভোট পড়েছে । সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা আসনে । ভোটদানের হার বাড়ায় টুইট করে ভোট প্রক্রিয়ার প্রশংসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর মতে, এভাবেই গণতন্ত্র বজায় থাকবে ৷
দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়া কোতুলপুর বিধানসভা আসনে ভোট পড়েছে 90 শতাংশ । আর গোটা দেশের নজর যে কেন্দ্রের দিকে ছিল সেই নন্দীগ্রামে ভোট পড়েছে 88 দশমিক 01 শতাংশ । অর্থাৎ রাজ্যে গড়ে যত ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট পড়েছে নন্দীগ্রামেও । অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে । ভোট পড়েছে 71.68 শতাংশ ।