কলকাতা , 31 মার্চ :বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট। হাইভোল্টেজ নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে ভোট । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভাগ্য ইভিএম বন্দি হবে । আর এই বিশেষ দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজেপি সূত্রে খবর , প্রথমে কলকাতা বিমানবন্দরে নেমে বায়ুসেনার বিশেষ বিমানে 2 টাে 55 নাগাদ দক্ষিণ 24 পরগনার জয়নগরে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেখান থেকে হেলিকপ্টারে এসে হাওড়ার উলুবেড়িয়াতে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী।
দ্বিতীয় দফার ভোটে রাজ্যে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দ্বিতীয় দফার ভোটে প্রেস্টিজ ফাইটে একদিকে মমতা ও শুভেন্দু , অন্যদিকে মোদির জনসভা । দুদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন :নজর নন্দীগ্রামে, লোকসভার নিরিখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বাকি 29 কেন্দ্রেও
মূলত, তৃতীয় দফার নির্বাচনে দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার বিজেপি প্রার্থীদের সমর্থনে এদিনের জনসভায় তিনি অংশ নেবেন।
সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামে নির্বাচনে কোনও গণ্ডগোল হলে তার কড়া জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী । একদিকে মমতা ও শুভেন্দুর প্রেস্টিজ ফাইটে নন্দীগ্রাম নির্বাচন ও অন্যদিকে মোদির জনসভা । দুদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এদিন অংশ নেবেন তিনি ।"