পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

‘ক্লাবহাউস চ্যাট’-কে গুরুত্ব বিজেপির, মন্তব্য প্রশান্ত কিশোরের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

প্রশান্ত কিশোরের প্রকাশ হওয়া অডিও ক্লিপকে গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷ আর তা দেখে খুশি তৃণমূলের ভোট কৌশলী ৷ এমনই জানালেন প্রশান্ত কিশোর ৷ তবে, প্রশান্ত কিশোরের এই কৌশল কাজ করবে না বলে জানাল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷

bengal-election-2021-prashant-kishor-react-on-his-audio-clip-on-narendra-modi-and-mamata-banerjee
তাঁর ‘ক্লাবহাউস চ্যাট’কে গুরুত্ব বিজেপির, মন্তব্য প্রশান্ত কিশোরের

By

Published : Apr 10, 2021, 10:22 AM IST

Updated : Apr 10, 2021, 10:59 AM IST

কলকাতা, 10 এপ্রিল : বিজেপি তাদের নেতাদের কথায় নয়, তাঁর ক্লাবহাউস চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে ৷ এটা জেনে তিনি খুশি হয়েছেন ৷ নিজের প্রকাশ হওয়া কথোপকথনের অংশ নিয়ে এমনই জানালেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ৷ প্রসঙ্গত, প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে বিজেপি ৷ যে অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বলতে শোনা গেছে, ‘‘বাংলায় মোদি এবং মমতা দু’জনেই সমানভাবে জনপ্রিয় ৷’’

তবে, প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর প্রকাশ হওয়া সেই অডিও ক্লিপটি সম্পূর্ণ নয় ৷ তাই বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সম্পূর্ণ অডিও ক্লিপটা যেন প্রকাশ করা হয় ৷ তবে, প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷ প্রসঙ্গত, বিজেপি নেতা তথা বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য আজ সকালে 4টি অডিও চ্যাট প্রকাশ্যে আনেন ৷ যে আলোচনায় প্রশান্ত কিশোর ছাড়াও অংশ নিয়ে ছিলেন ভারতের নাম করা সাংবাদিক থেকে শুরু করে একাধিক বিশিষ্টরা ৷ যেখানে প্রশান্ত কিশোরকে বলে শোনা গিয়েছিল, বাংলায় বিজেপির জনপ্রিয়তার অন্যতম কারণ তৃণমূল সকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ৷ আর বিগত 40 বছরেরও বেশি সময় ধরে মুসলিম তোষণ ৷

আর প্রশান্ত কিশোরের এই মন্তব্যকেই হাতিয়ার করেন অমিত মালব্য ৷ টুইটারে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রকাশ্য আলোচনায় বলছেন, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে ৷ এমনকি মেরুকরণ এখানকার সবচেয়ে বড় সত্যি এবং তফসিলি ভোট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ পাশাপাশি তিনি প্রশান্ত কিশোরের আরও একটি মন্তব্যকে তুলে ধরেন ৷ যেখানে তৃণমূলের ভোট কৌশলী স্বীকার করে নিয়েছে, বাংলায় নরেন্দ্র মোদির জনপ্রিয়তা রয়েছে ৷ আর সেই জনপ্রিয়তা অনেকটাই বেশি ৷

এ নিয়ে সাংসদ তথা চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন, প্রশান্ত কিশোর জানেন মোদিজি সেরা এবং তাঁর নেতৃত্বে সোনার বাংলা গড়ে উঠবে ৷ কিন্তু, মানুষকে বোকা বানাতে প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন ৷

আরও পড়ুন : ভোটের লাইনে গুলি, মৃত যুবক

লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির ডোমজুড়ের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ও প্রশান্ত কিশোরের কৌশলকে গুরুত্ব দিতে নারাজ ৷ তাঁর কথায়, প্রশান্ত কিশোরের পরিকল্পনা বাংলায় কাজ করবে না ৷ তাঁর পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ৷ আর সেই সঙ্গে তৃণমূলও শেষ হয়ে গিয়েছে ৷ বাংলায় একমাত্র নরেন্দ্র মোদির পরিকল্পনা কাজ করবে ৷

Last Updated : Apr 10, 2021, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details