কলকাতা, 10 এপ্রিল : 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে দলীয় কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছে বিজেপি ৷ এই ঘটনা পরিকল্পিত, বললেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি, শান্তিপূর্ণ ভোট হচ্ছে ৷
চতুর্থ দফায় রাজ্যের 5 জেলার 44টি আসনে ভোট চলছে ৷ ভোট চলছে শহর কলকাতা সংলগ্ন বেহালায় ৷ স্বভাবতই নিজেদের ভাগ্য নির্ধারণের দিনে ব্যস্ত প্রার্থীরা ৷ সকাল সকাল পথে বেরিয়ে পড়েছেন বেহালা পূর্ব বিধানসভার তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ৷ বুথে বুথে ঘুরে ভোটের সামগ্রিক পরিস্থিতি দেখছেন তিনি ৷ কোথাও কোথাও ভোটারদের সঙ্গে কথাও বলছেন ৷