পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিষেধাজ্ঞার প্রতিবাদে ধর্না, রাত আটটার পর নির্বাচনী প্রচারে মমতা - তৃণমূল

গতকাল নির্বাচন কমিশনের তরফে মমতার বিরুদ্ধে 24 ঘণ্টা নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ যার সময়সীমা শেষ হবে আজ রাত আটটায় ৷ তারপর নেত্রীর পরপর দু'টি সভা করার কথা রয়েছে বারাসত ও বিধাননগরে ৷ তার আগে আজ বেলা 12 টায় নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 13, 2021, 9:22 AM IST

কলকাতা, 13 এপ্রিল: নিষেধাজ্ঞা চাপিয়ে মমতাকে ঘরবন্দি করা যাবে না, বলল তৃণমূল। মঙ্গলবার যথারীতি তিনটি কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা। এর মধ্যে দুটি প্রচার কর্মসূচী। উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে ৷ তৃণমূল নেত্রীর তরফে করা কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য ও সংখ্যালঘুদের কাছে ভোট ভাগ না করার আবেদন নিয়ে নির্বাচন কমিশনের তরফে নোটিশ দেওয়া হয় ৷ তা নিয়ে মমতার দেওয়া উত্তর সন্তোষজনক না হওয়ায় সোমবারই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মমতার বিরুদ্ধে 24 ঘণ্টা নির্বাচনী প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন ৷ এই সময়সীমার মধ্যে শুধু নির্বাচনী জনসভা নয়, কোনওরকম সাংবাদিক বৈঠকও তিনি করতে পারবেন না ৷

মমতার প্রচার কর্মসূচি

তৃণমূলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা 12 টা থেকে কমিশনের এই 'অগণতান্ত্রিক' সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন এবং এই কর্মসূচি অনুষ্ঠিত হবে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে। এখানে বাংলার মুখ্যমন্ত্রী কোনও বক্তব্য না রাখলেও উপস্থিত থাকবেন বাংলার বুদ্ধিজীবী সমাজের একাংশ ৷ থাকবেন তৃণমূল শীর্ষ নেতৃত্বসহ কলকাতার অসংখ্য সাধারণ তৃণমূল সমর্থক।

কমিশনের নির্দেশ অনুসারে, মুখ্যমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে এ দিন রাত ৮ টা পর্যন্ত। আর সেকারণেই মুখ্যমন্ত্রীর নির্ধারিত কর্মসূচীর সময় পিছিয়ে রাত 8 টা 15 তে করা হয়েছে। সূচি অনুযায়ী রাত আটটার পর বারাসাত স্টেডিয়ামে প্রথম নির্বাচনী জনসভায় যোগ দেবেন মমতা। এরপর তাঁর পরবর্তী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বিধাননগরে। বিএফসিএফ ব্লকের মাঠে রাত নটায় এই জনসভায় বক্তব্য রাখবেন নেত্রী ।

আরও পড়ুন :মমতার প্রচারে 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা কমিশনের

এ প্রসঙ্গে তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, "যারা ভাবছেন মুখ্যমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা চাপিয়ে তার কণ্ঠরোধ করে দেওয়া যাবে তারা ভুল ভাবছেন। প্রথম দিন থেকেই মানুষের জন্য আপোষহীন লড়াই করছেন তৃণমূল সুপ্রিমো। কোনভাবেই এই লড়াইয়ে তাঁকে রোখা সম্ভব নয় ।"

ABOUT THE AUTHOR

...view details