কলকাতা, 22 এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি আগেই বাতিল হয়েছে ৷ তার পর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশনও আগামী চার দিনের নির্বাচনী প্রচারে আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছে ৷ কমিশনের সিদ্ধান্তের পরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনিও তাঁর সমস্ত কর্মসূচি বাতিল করবেন ৷ বরং ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে নির্বাচনী প্রচার চালাবেন ৷
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে আগামী 29 এপ্রিল ৷ সেই নির্বাচনের জন্য প্রচার শেষ হয়ে যাচ্ছে আগামী সোমবার ৷ অর্থাৎ এবারের বিধানসভা নির্বাচনের জন্য সেটাই প্রচারের শেষদিন ৷
কিন্তু করোনা পরিস্থিতি ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় নির্বাচনী প্রচারে রাশ টানার দাবি উঠছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৷ এমনকী, এই নিয়ে আদালতেরও রোষের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন জানায় যে প্রচারের এই শেষ কয়েকটি দিনে আর কোনও মিছিল বা বড় জমায়েত করা যাবে না ৷ সভা করতে হলেও সেখানে 500 জনের বেশি লোক থাকতে অনুমতি দেওয়া হবে না ৷