কলকাতা, 29 এপ্রিল:নিজের প্রভাব খাটাতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায় । এমনটাই অভিযোগ করেছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ । তিনি জানিয়েছেন, প্রায় 17 টি গাড়ি নিয়ে বিজেপি প্রার্থী এলাকা পরিদর্শন করছেন । নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দুটি অথবা তিনটির বেশি গাড়ি নিয়ে বুথ পরিদর্শন করা যায় না । সেখানে নির্বাচন কমিশনের নির্দেশকে তোয়াক্কা করছেন না তিনি ।
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ অতীন ঘোষের - atin ghosh
কমিশনের নির্দেশ না-মেনে প্রচুর গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায় । তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ ।
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ অতীন ঘোষের
আরও পড়ুন:বেলগাছিয়ায় সাংবাদিকদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
সকাল থেকেই বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন অতীন ঘোষ । এ দিন তিনি অভিযোগ করেন, এত সংখ্যায় গাড়ি একসঙ্গে নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী । এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে । তিনি নিজেও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে দুটি গাড়ি নিয়ে ঘুরছেন বলে জানিয়েছেন ।