কলকাতা, 5 এপ্রিল: রাজ্যুজুড়ে বিজেপির প্রচারের মুখ মিঠুন চক্রবর্তী ৷ আজ থেকে পালটা 'ধন্যি মেয়ে' জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারে নামতে চলেছেন ৷ যা নিয়ে এদিন তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ বললেন, "মিঠুন চক্রবর্তীর সঙ্গে জয়া বচ্চনের তুলনা হয় না ৷ জয়া বচ্চনের সঙ্গে আজকের প্রজন্মের কী সম্পর্ক আছে, কজনই বা তাঁর নাম জানে ! বাংলার মেয়ে হিসেবে একসময় অভিনয় করেছেন ৷ এখন তার কী আছে ! এখন বাংলায় কেউ আসতে চাইছে না ৷ কোনওরমে জয়াদিকে পটিয়ে-পাটিয়ে নিয়ে এসেছে ।"
সোমবার দিলীপ জানিয়ে দিলেন, "আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে । আমরা খেলেছি, বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে ৷ তৃতীয় দফার পরে মাঠে নামার সাহস করবে না ৷"