কলকাতা, 29 এপ্রিল : বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ছিল শেষ দফার নির্বাচন ৷ মোট 36টি আসনে ভোটগ্রহণ করা হল এদিন ৷ সেই তালিকাতে ছিল উত্তর কলকাতার সবক’টি আসন ৷ ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত উত্তর কলকাতার বেশ কয়েকটি কেন্দ্রে গোলমালের অভিযোগ উঠল ৷
জোড়াসাঁকো বিধানসভা এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে ৷ মানিকতলা, বেলেঘাটা, এন্টালিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সঙ্ঘর্ষের অভিযোগ উঠেছে ৷ চৌরঙ্গী, শ্যামপুকুর থেকেও এসেছে একাধিক অভিযোগ ৷ কোথাও কোথাও প্রার্থীদের ঘিরে বিপক্ষের বিক্ষোভকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে ৷
আর তা থেকেই উঠছে সেই প্রশ্ন, যা শিরোনামে উল্লেখ করা হয়েছে ৷ ভোটের হিংসায় গ্রাম বাংলার কাছে কি হেরে গেল কলকাতা ?
রাজ্য রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল তাঁদের বক্তব্য হল, এবার আট দফায় ভোট হয়েছে বঙ্গে ৷ চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির ওই বুথে যে গুলি চালনার ঘটনা ঘটে, তা ছাড়া এবারের ভোট শান্তিপূর্ণই হয়েছে ৷ পশ্চিমবঙ্গে ভোট মানে যে ছবি আমাদের সামনে চলে আসে, তার সঙ্গে এবারের ছবিকে মেলানো খুব কঠিন ৷