কলকাতা, 8 এপ্রিল : আগামী শনিবার চতুর্থ দফার নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে ৷ রাজনৈতিক ভাবে এই দফার ভোট খুবই গুরুত্বপূর্ণ ৷ বিশেষ করে হাওড়া ও হুগলি এবং উত্তরবঙ্গের আসনগুলির দিকেই সকলের নজর রয়েছে ৷ কারণ, এই জায়গাগুলিতে 2016 সালের পর থেকে এই জায়গাগুলিতে ক্রমশ শক্তিশালী হয়েছে বিজেপি ৷ ফলে সেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক কী হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে ৷
হাওড়ার 9টি আসনে ভোট হবে আগামী শনিবার ৷ এই আসনগুলির সবক’টিতে তৃণমূল কংগ্রেস 2016 সালের লোকসভা নির্বাচনে জিতেছিল ৷ কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে এই 9টি আসনের মধ্যে 8টিতে তৃণমূল এগিয়েছিল ৷ আর হাওড়া উত্তরে এগিয়ে ছিল বিজেপি ৷
এই হিসেবে এই অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে সামগ্রিক ভাবে মনে হতে পারে ৷ কিন্তু গত কয়েক মাসে ছবিটা একেবারেই বদলে গিয়েছে ৷ কারণ, হাওড়ার এই অংশ থেকেই তৃণমূলে সবচেয়ে বড় ভাঙন হয়েছে ৷
আর তার মধ্যে অন্যতম হাওড়ার ডোমজুড় ৷ ওই কেন্দ্রের গত দু’বার তৃণমূলের টিকিটে জিতেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ মমতার সরকারে তিনি মন্ত্রীও ছিলেন ৷ দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি তৃণমূল ছাড়েন ও বিজেপিতে যোগদান করেন ৷ তাঁর সঙ্গেই আরও অনেকে তৃণমূল ছেড়েছিলেন ৷ সেই তালিকায় অন্যতম বৈশালী ডালমিয়া ৷ পরে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়িও ৷
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই অঞ্চলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রভাব রয়েছে ৷ তার বড় কারণ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি ৷ যা দিয়েই তিনি এতদিন নিজের প্রভাব বিস্তার করেছেন ৷ আর এই ভোটে সেটাই তৃণমূল কংগ্রেসের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ অন্যদিকে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে নিজের সমর্থন অটুট রাখাও রাজীবের কাছে চ্যালেঞ্জ ৷