কলকাতা, 26 এপ্রিল : বঙ্গ-ভোটের শেষ পর্যায় উপস্থিত ৷ আর একেবারে শেষের পর্যায়ে এসে ভোট শুরু হল মহানগর কলকাতায় ৷ আজ, সোমবার সপ্তম দফায় কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা নিজেদের রায় ইভিএম-বন্দী করলেন ৷ এই চার কেন্দ্রের ভোট কি কোনও ভাবে কোনও রাজনৈতিক ইঙ্গিতবহন করল ? ভোটে এই প্রশ্ন ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি ৷
তার কারণ, গত ছয় দফায়, এমনকী সপ্তম দফাতেও অনান্য জায়গায় যে হারে ভোট পড়েছে, কলকাতা কিন্তু তার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ ফলে কেন কলকাতার মানুষ কম ভোট দিলেন, উঠছে সেই প্রশ্নও ৷ তাহলে কি সুবিধা হল তৃণমূল কংগ্রেসের ? নাকি ভোট কম পড়ার কারণ করোনা পরিস্থিতি, যাতে আদতে লাভবান হবে বিজেপি ?
এই প্রশ্নগুলির উত্তর খোঁজার আগে জেনে নিতে হবে যে ঠিক কত ভোট শতাংশের হিসেব নিকেশ ৷ নির্বাচন কমিশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সপ্তম দফায় গোটা রাজ্যে 75.06 শতাংশের কাছে কাছে ভোট পড়েছে ৷ আর কলকাতায় ভোট পড়েছে প্রায় 60 শতাংশ ৷
এবার কলকাতার কেন্দ্রগুলি ধরে হিসেব করা হয়, তাহলে দেখা যাবে বালিগঞ্জে 59.59, ভবানীপুরে 60.01, কলকাতা বন্দরে 64.09 এবং রাসবিহারীতে 55.93 শতাংশ ভোট পড়েছে ৷ যদিও এটা সর্বশেষ হিসেব নয় ৷ তা আসতে আরও অনেকটা সময় লাগবে ৷