কলকাতা, 1 এপ্রিল:রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট ৷ তার মাঝেই বঙ্গে গোত্র রাজনীতি নিয়ে টুইট যুদ্ধে অবতীর্ণ শাসক ও বিরোধী দল ৷ তিনি শাণ্ডিল্য গোত্রের অধিকারী বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই তাঁর প্রতি আক্রমণ শানিয়ে টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং ৷ রোহিঙ্গাদের টেনে তৃণমূল নেত্রীকে বিঁধেছেন তিনি ৷ তারই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ তাঁর কটাক্ষ, "টিকিওয়ালা রাক্ষসদের থেকে অনেক ভাল রোহিঙ্গা গোত্র ৷" এই মন্তব্যের জন্য পাল্টা মহুয়ার বিরুদ্ধে তোপ দেগে ফের টুইট করেছেন গিরিরাজ ৷
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার ৷ দ্বিতীয় দফার ভোটের শেষ দিনের প্রচারে নন্দীগ্রাম বিধানসভার টেগুয়ায় সভা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি শাণ্ডিল্য গোত্র ৷ যা ব্রাহ্মণ সম্প্রদায়ের সর্বোচ্চ 8টি গোত্রের একটি ৷
মমতা বলেন, ‘‘দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম ৷ তখন পুরোহিত আমাকে আমার গোত্র জিজ্ঞাসা করেন ৷ আমি বলি ‘মা মাটি মানুষ’৷’’ এরপর মমতা তাঁর ত্রিপুরা ভ্রমণের কথা বলেন ৷ সেখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়, পুরোহিত তাঁর গোত্র জিজ্ঞাসা করলে, তিনি সেখানেও ‘‘মা মাটি মানুষ’’ বলেছিলেন ৷ যদিও এরপর মমতা বলেন, ‘‘আমার ব্যক্তিগত গোত্র শাণ্ডিল্য’’৷