পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কমিশনকে কাঠগড়ায় তুলে পুলিশে অভিযোগ দায়ের করলেন করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রী

উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা আসনে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ প্রচার চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন ৷ তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কয়েকদিন আগে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ততদিনে ভোটপর্ব শেষ হয়ে যায় খড়দায় ৷

কমিশনকে কাঠগড়ায় তুলে পুলিশে অভিযোগ দায়ের করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রী-এর
কমিশনকে কাঠগড়ায় তুলে পুলিশে অভিযোগ দায়ের করোনায় মৃত তৃণমূল প্রার্থীর স্ত্রী-এর

By

Published : Apr 28, 2021, 6:54 PM IST

কলকাতা, 28 এপ্রিল : নির্বাচন কমিশনের আধিকারিক সুদীপ জৈনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের হল ৷ অভিযোগ দায়ের করলেন নন্দিতা সিনহা ৷ তিনি প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার স্ত্রী ৷

উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা আসনে কাজল সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ৷ প্রচার চলাকালীন তিনি করোনা আক্রান্ত হন ৷ তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৷ কয়েকদিন আগে হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ যদিও ততদিনে ভোটপর্ব শেষ হয়ে যায় খড়দায় ৷

বুধবার নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে কাজল সিনহার স্ত্রী নন্দিতাদেবী, স্বামীর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেই কাঠগড়ায় তুলেছেন ৷ তাঁর দাবি, কমিশনের গাফিলতির জন্যই অকালে প্রয়াত হলেন তাঁর স্বামী ৷ তাই অভিযোগপত্রে তিনি সুদীপ জৈন ও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছেন ৷

নন্দিতাদেবীর অভিযোগ, করোনার সংক্রমণের বিষয়টিকে অবহেলা করে নির্বাচনী কাজ চালিয়ে গিয়েছে কমিশন ৷ তাই শুধু তাঁর স্বামী নন অন্য দুই প্রার্থী মারা গিয়েছেন ৷ এমনকী, তিনি তামিলনাড়ুর উদাহরণ টেনে এনেছেন ৷ সেখানে এক দফায় ভোট করা গেলে, পশ্চিমবঙ্গে কেন আটদফায় ভোট করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি ৷

করোনা পরিস্থিতির কথা মাথায় শেষ তিন দফার ভোট একদিনে করার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে তারা নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিল ৷ সেই বিষয়টিও খড়দা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন নন্দিতা সিনহা ৷ একই সঙ্গে নির্বাচন কমিশন করোনা সংক্রান্ত বিধি লাগু করতে ব্যর্থ হয়েছে বলে একাধিক অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন :নির্বাচনের দায়িত্বে থাকা 135 শিক্ষকের মৃত্যু, সরকারকে নোটিস আদালতের

তাঁর দাবি, কমিশন নিজের পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নিলে এই পরিস্থিতি তৈরি হত না ৷ আর তাঁর স্বামীরও মৃত্যু হত না ৷ তাই গোটা ঘটনার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন ৷

ABOUT THE AUTHOR

...view details