কলকাতা, 12 এপ্রিল:আগামী 17 এপ্রিল রাজ্যের 6 জেলার 45টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে । পঞ্চম দফায় রাজ্যে থাকবে 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । এর মধ্যে 853 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের কাজে ব্যবহৃত হবে ।
পঞ্চম দফায় রাজ্যে মোট বুথের সংখ্যা 15,789 টি ৷ মোট বুথ প্রাঙ্গণ রয়েছে 7,904টি ৷ ওই দফায় মোট সেক্টর অফিস থাকছে 690টি ৷ প্রত্যেক সেক্টর অফিসে একজন করে এএসআই অথবা এসআই থাকবেন ৷ আর তাঁদের সঙ্গে থাকবেন চারজন করে কনস্টেবল ৷
আরও পড়ুন:শীতলকুচি চাই না, 24 ঘণ্টায় সুর বদল দিলীপের
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বারাসতে পুলিশ ডিস্ট্রিক্টে 69 কোম্পানি, ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে 61 কোম্পানি, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে 107 কোম্পানি, বিধাননগর পুলিশ ডিস্ট্রিক্টে 46 কোম্পানি, দার্জিলিং-এ 68 কোম্পানি, জলপাইগুড়িতে 122 কোম্পানি, কালিম্পঙে 21 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে 11 কোম্পানি, পূর্ব বর্ধমানে 155 কোম্পানি, রাণাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে 140 কোম্পানি ও শিলিগুড়িতে 53 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ।