পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দেগঙ্গায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ খারিজ কমিশনের - west bengal assembly election

দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন ৷ আজ দেগঙ্গা বিধানসভার কুড়লগাছা গ্রামের 215 নম্বর বুথে বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিল আইএসএফ ৷ সেই ঘটনায় ভিডিয়ো ফুটেজ সহ রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন ৷

bengal-election-2021-election-commission-of-india-wants-report-on-deganga-firing-incident-against-central-force
দেগঙ্গায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগে রিপোর্ট তলব কমিশনের

By

Published : Apr 17, 2021, 2:30 PM IST

Updated : Apr 17, 2021, 3:17 PM IST

কলকাতা, 17 এপ্রিল : দেগঙ্গা বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরির অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন ৷ বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে গ্রামবাসীরা কমিশনকে বিভ্রান্ত করতে চাইছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়ে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, আজ দেগঙ্গা বিধানসভার কুড়লগাছা গ্রামের 215 নম্বর বুথে বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে আইএসএফ ৷

অভিযোগ উঠেছিল, বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী কুড়লগাছা গ্রামের 215 নম্বর বুথের কাছে গ্রামবাসীদের হঠাৎই লাঠি উঁচিয়ে তাড়া করে ৷ একটি মাঠের দিকে গ্রামবাসীদের তাড়া করে নিয়ে যায় বাহিনী ৷ অভিযোগ সেই সময় কয়েকজন মাঠের মধ্যে মুখ থুবড়ে পড়ে গিয়ে চোট পান ৷ এর পর বাহিনী গ্রামবাসীদের ভয় দেখাতে গুলি চালায় বলে অভিযোগ ৷ এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের মুখপাত্র সৌমিত্র দস্তিদার ৷ সেখানে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে ভোট, মধ্যমগ্রামে অভিযোগ তৃণমূলের

গ্রামবাসীদের দাবি, তারা গরমের জন্য গাছের নিচে ছাওয়ায় বসে ছিলেন ৷ তখনই বাহিনী এসে তাদের লাঠি উঁচিয়ে তাড়া করে ৷ এই ঘটনায় সেখানে উপস্থিত লোকজন পালানোর সময়ই বাহিনী মাটির দিকে লক্ষ্য করে গুলি চালায় ৷ এই ঘটনায় কমিশনে অভিযোগ দায়ের হতেই, ভিডিও ফুটেজ সহ রিপোর্ট তলব করেছে কমিশন ৷ সেই রিপোর্ট জমা পড়তেই আইএসএফ-র অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন ৷ গ্রামবাসীরা বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে কমিশনকে বিভ্রান্ত করতে চাইছে বলে জেলা প্রশাসনের তরফে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর ৷

Last Updated : Apr 17, 2021, 3:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details