কলকাতা, 16 এপ্রিল : এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়ছেন হুগলির আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ তাঁর বিরুদ্ধে তফসিলি জাতিদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ তার ভিত্তিতেই সুজাতার কাছে এই নিয়ে জবাব চাইল নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে ৷
সুজাতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ এমনকী, এই নিয়ে তারা জাতীয় দলিত কমিশনেও অভিযোগ জানায় বিজেপি ৷ সেই অভিযোগে জানানো হয়েছিল যে আরামবাগের তৃণমূল প্রার্থী একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তফসিলি জাতিদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ৷