পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ - CRPF

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই ৷

শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ
শীতলকুচির গুলি-কাণ্ডে তাদের কোনও যোগ নেই, জানাল সিআরপিএফ

By

Published : Apr 10, 2021, 3:52 PM IST

কলকাতা, 10 এপ্রিল : কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জন ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ শনিবার চতুর্থ দফার ভোটচলাকালীন এই ঘটনা ঘটে কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির 126 নম্বর বুথে ৷

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সরাসরি সিআরপিএফ-এর বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, ‘‘সিআরপিএফ গুলি চালিয়ে চারজন মানুষকে মেরে দিয়েছে গুলি চালিয়ে ৷ সকালেও একজনকে মেরে দিয়েছে ৷ আমি বারবার বলে আসছি, সিআরপিএফ আমার শত্রু নয় ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে, তা আজ প্রমাণ হয়ে গিয়েছে ৷’’

যদিও এই ঘটনায় তাদের কোনও যোগ নেই ৷ একটি সংবাদ সংস্থার তরফে সিআরপিএফ-কে উদ্ধৃত করে একটি টুইট করা হয়েছে ৷ সেখানেই এই দাবি করা হয় ৷ সিআরপিএফ জানিয়েছে, ওই বুথে সিআরপিএফ মোতায়েন ছিল না ৷ ওই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই ৷

আরও পড়ুন :‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

উল্লেখ্য, নির্বাচনের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে কমিশন ৷ কেন্দ্রের একাধিক আধাসেনা ভোটের দায়িত্বে পশ্চিমবঙ্গে এসেছে ৷ সেই তালিকায়- সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি-সহ একাধিক বাহিনী রয়েছে ৷ কিন্তু শীতলকুচির ওই বুথের নিরাপত্তায় কোন বাহিনী ছিল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details