পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ধর্ষণে অভিযুক্তও লড়ছেন, পঞ্চম দফায় 25% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা - ফৌজদারি মামলা

রাজ্যের পঞ্চম দফার ভোটের 25 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ৷ জানাল এডিআর ৷ এর মধ্যে বিজেপির 62 শতাংশ ও তৃণমূল কংগ্রেসের 18 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷

bengal election 2021: criminal background details of phase 5 candidates in west bengal assembly elections 2021
ধর্ষণে অভিযুক্তও লড়ছেন, পঞ্চম দফায় 25% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

By

Published : Apr 13, 2021, 11:05 AM IST

Updated : Apr 13, 2021, 11:43 AM IST

কলকাতা, 13 এপ্রিল: বঙ্গে পঞ্চম দফার নির্বাচনেও ফৌজদারি মামলায় জড়িতদের অনেকেই নানা দলের প্রার্থী ৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের রিপোর্ট বলছে, পঞ্চম দফায় 25 শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷

পঞ্চম দফায় 318 জন প্রার্থীর হলফনামা খতিয়ে দেখেছে এডিআর ৷ সেখানেই দেখা গিয়েছে 79 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা ৷ আবার তাঁদের মধ্যে 64 জনের (20%) বিরুদ্ধে অভিযোগ গুরুতর ৷

একনজরে দেখে নেব কোন দলের কতজন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি ও গুরুতর ফৌজদারি মামলা...

দল পঞ্চম দফার মোট প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত
বিজেপি 45 28 (62%) 23 (51%)
তৃণমূল কংগ্রেস 42 18 (43%) 16 (38%)
সিপিআইএম 25 10 (40%) 7 (28%)
জাতীয় কংগ্রেস 11 2 (18%) 1 (9%)

পঞ্চম দফার 13 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা ৷ এঁদের মধ্যে আবার একজনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা ৷ হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে ৷ খুনের অভিযোগে মামলা রয়েছে 9 জনের বিরুদ্ধে ৷ আর 20 জন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে হত্যার চেষ্টার মামলা ৷ পঞ্চম দফায় 45টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রকে লাল সতর্কতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ যে কেন্দ্রের 3 বা ততোধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে তাকে লাল সতর্কতা কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন:দ্বিতীয় দফায় 25% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, কোন দলের কত ?

আগের চার দফার মতোই পঞ্চম দফাতেও সুপ্রিম কোর্টের নির্দেশিকা না-মেনেই পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে বলে জানানো হয়েছে এডিআর-এর রিপোর্টে ৷ বলা হয়েছে, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দফার মতোই পঞ্চম দফাতেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজনৈতিক দলগুলির উপর কোনও প্রভাব ফেলেনি ৷ কারণ তারা আবারও ফৌজদারি মামলায় অভিযুক্ত 25 শতাংশ প্রার্থীকে টিকিট দিয়ে তাদের পুরনো অভ্যেস অনুসরণ করেছে ৷ প্রথম চার দফার মতোই একই ধারা অব্যাহত ৷

13 ফেব্রুয়ারি 2020 সালের নির্দেশে রাজনৈতিক দলগুলিকে সুপ্রিম কোর্ট বলেছিল, ফৌজদারি মামলা চলা ব্যক্তিকে দল টিকিট দিলে তার কারণ জানাতে হবে এবং অন্যান্য ব্যক্তি যাঁদের বিরুদ্ধে কোনও ফৌজদারি অপরাধের মামলা নেই, তাঁদেরকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়নি কেন, তার কারণও জানতে চাওয়া হবে ৷ ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের বাছাইয়ের কারণ অবশ্যই তাঁদের যোগ্যতা, কাজের সাফল্য ও মেধার সঙ্গে সম্পর্কিত হবে, নির্বাচনে তাঁদের জয়লাভের সম্ভাবনা বেশি - এটা কারণ হিসেবে বিবেচ্য হবে না বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের এই নির্দেশ সত্ত্বেও যে ভাবে সব রাজনৈতিক দল বিভিন্ন দফার নির্বাচনে ফৌজদারি অপরাধের মামলায় জড়িত ব্যক্তিদের প্রার্থী করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ভোটের মুখে এই রিপোর্টে ভোটারদের মানসিক দ্বন্দ্ব প্রকট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

Last Updated : Apr 13, 2021, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details