পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কংগ্রেসের ইস্তাহারে আইনের শাসন-মহিলাদের নিরাপত্তায় জোর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস ৷ সোমবার বিধানভবনে ইস্তাহার প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তাঁর আশা, বাংলার মানুষ এবার পরিবর্তনের লক্ষ্যে সংযুক্ত মোর্চাকেই ভোট দেবে ৷

কংগ্রেসের ইস্তাহারে আইনের শাসন-মহিলাদের নিরাপত্তায় জোর
কংগ্রেসের ইস্তাহারে আইনের শাসন-মহিলাদের নিরাপত্তায় জোর

By

Published : Mar 22, 2021, 3:16 PM IST

কলকাতা, 22 মার্চ : তৃণমূল কংগ্রেস, সিপিএম ও বিজেপির ইস্তাহার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ৷ এবার প্রকাশিত হল কংগ্রেসের ইস্তাহার ৷ সেখানে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করা থেকে স্থিতিশীল উন্নয়ন-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷

সোমবার দুপুরে কলকাতার বিধানভবনে কংগ্রেসের তরফে ইস্তাহার প্রকাশ করা হয় ৷ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ ইস্তাহার প্রকাশের পর তিনি তাঁদের প্রতিশ্রুতির আটটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেন ৷

তিনি জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে কংগ্রেস এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ৷ মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা করবে ৷ বাংলার বাসিন্দাদের সামাজিক সুরক্ষা দেওয়া হবে ৷ শিল্পের প্রসার ঘটানো হবে ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে ৷ কৃষকদের উন্নয়ন করা করা হবে ৷ রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতির মান উন্নত করা হবে ৷ পাশাপাশি দান খয়রাতির রাজনীতি বন্ধ করা হবে ৷ আর পশ্চিমবঙ্গে উন্নয়নের পরিস্থিতিকে স্থিতিশীল করা হবে ৷

এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে কংগ্রেসকে আরও পরামর্শ দিতে পারে সেই কারণে একটি পোর্টালও করা হয়েছে বলে এদিন জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তাঁর আশা, এবার রাজ্যে পরিবর্তন হবেই ৷ আর বাংলার যে মানুষেরা পরিবর্তন চাইছেন, তাঁরা সকলে ভোট দেবেন সংযুক্ত মোর্চাকে ৷

আরও পড়ুন :ঝাড়গ্রামে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে অবরোধ তৃণমূলের, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি

উল্লেখ্য, তৃণমূল ও বিজেপি তাদের ইস্তাহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে ৷ বিশেষ করে মহিলাদের জন্য আলাদা আলাদা করে দুই দলই প্রতিশ্রুতি দিয়েছে তাদের ইস্তাহারে ৷ তবে কংগ্রেসের ইস্তাহারে সেই রকম কোনও প্রকল্প ভিত্তিক প্রতিশ্রুতি নেই বলেই জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details