কলকাতা, 20 মার্চ :নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা কীভাবে ঘটল, তা এবার তদন্ত করবে সিআইডি ৷ শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে নন্দীগ্রামের ওই দুর্ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে যে এডিজি সিআইডি অনুজ শর্মার নেতৃত্বে 6 সদস্যের একটি দল তৈরি করা হয়েছে ৷ ওই দলই তদন্ত চালাবে৷ সোমবার ওই দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে যাবে ৷
উল্লেখ্য, গত 10 মার্চ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুর্ঘটনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি এবার নন্দীগ্রাম আসন থেকে বিধানসভা ভোটে লড়ছেন ৷ সেদিন মনোনয়ন জমা দিয়ে আরও কিছু জনসংযোগ সেরে সেখানে তাঁর নির্দিষ্ট থাকার জায়গায় ফিরছিলেন ৷ সেই সময় কোনও ভাবে গাড়ির দরজা পা চেপে তিনি আহত হন ৷ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করা যায় ৷ তাঁর পায়ে চিড় ধরেছে ৷ এখন প্লাস্টার করা ৷