কলকাতা, 9 এপ্রিল:মিছিলে না-হাঁটায় মেসেজ করে টলিউডের কলাকুশলীদের হুমকি দিচ্ছেন স্বরূপ বিশ্বাস । এই অভিযোগে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন টলিপাড়ার বিজেপিপন্থী তারকারা ।
টলিউডে মাফিয়ারাজ চলছে বলে সম্প্রতি অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । এরপরেই টলিউডের তারকারা একটি মৌন মিছিল করেন । সেই মিছিলে অনেকেই সে দিন যোগদান করতে পারেননি ।