পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি বিজেপির - BJP

বিজেপি কর্মী ও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি ৷ তারা কমিশনের কাছে ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে ৷

ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি বিজেপির
ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি বিজেপির

By

Published : Apr 20, 2021, 7:26 PM IST

Updated : Apr 20, 2021, 7:48 PM IST

কলকাতা, 20 এপ্রিল : ফিরহাদ হাকিমের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির দাবি তুলল ভারতীয় জনতা পার্টি ৷ মঙ্গলবার নির্বাচন কমিশনের কাছে তারা এই দাবি তুলেছে ৷ বিজেপির অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করেছেন কলকাতা বন্দর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী ৷ এর থেকে গোলমাল তৈরি হতে পারে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্যের নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা উচিত ৷

এদিন নির্বাচন কমিশনে নিজেদের দাবি জানিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ৷ তাঁর দাবি, একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী ও কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়েছে ৷ এটাকে হিংসায় উস্কানি বলা যেতে পারে ৷

আরও পড়ুন :বিজেপির ফেক ভিডিয়ো তৈরি করে ভাইরাল করেছে, দাবি ফিরহাদের

তিনি এই প্রসঙ্গে টেনে আনেন শীতলকুচির ঘটনা ৷ তাঁর দাবি, শীতলকুচির ঘটনাও কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার হুমকি দেওয়ার থেকেই ঘটে ৷ সেই কারণে বিজেপি চাইছে যে ফিরহাদ হাকিমের প্রচারে নিষেধাজ্ঞা জারি করুক নির্বাচন কমিশন ৷ না হলে শীতলকুচির মতো ঘটনা আবার ঘটতে পারে ৷ এদিন এমনটাই জানিয়েছেন তারকেশ্বরে বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷

Last Updated : Apr 20, 2021, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details