কলকাতা, 29 মার্চ : কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে গঙ্গাবক্ষে দোল উৎসবে যোগ দিয়েছিলেন বিজেপির তিন তারকা প্রার্থী পায়েল সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী ৷ গঙ্গাবক্ষে তাঁদের দোল উৎসব পালনের ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন বাংলার মানুষ ৷ এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বহু বিজেপি কর্মী ৷ প্রশ্ন ওঠে যখন সারা রাজ্যে বিজেপির কর্মীরা মার খাচ্ছে ৷ তৃণমূলের গুন্ডাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে ৷ ঠিক তখন কীভাবে বিজেপির 3 প্রার্থী মদন মিত্রের সঙ্গে দল উৎসবে যোগ দেন ? এ ই ক্ষোভের খবর জানতে পেরেই এবার কর্মী সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী তথা বেহালা পূর্বের বিজেপির প্রার্থী পায়েল সরকার ৷
পায়েল, শ্রাবন্তী এবং তনুশ্রীর গঙ্গাবক্ষে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের এক নেতার সঙ্গে দল উৎসব পালন ভালভাবে নেয়নি নিচুতলার কর্মীরা ৷ সোশাল মিডিয়ায় দোলের দিনের ছবি ছড়িয়ে পড়তেই ক্ষোভপ্রকাশ করতে শুরু করেছে বিজেপি কর্মীরা ৷ এই অসন্তোষের খবর কানে যেতেই, পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী পায়েল সরকার ৷ এ নিয়ে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করেন পায়েল ৷