পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিধাননগর বিধানসভায় এজেন্ট বসানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা - বিজেপি প্রার্থী

পঞ্চম দফা নির্বাচনে বিধাননগর বিধানসভার বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টকে বসানো নিয়ে সমস্যা তৈরি হয় । সেই ঘটনার পরে এবার নির্দল প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে তরজা বিধাননগরের বিজেপি ও তৃণমূল প্রার্থীর মধ্যে ৷

bengal-election-2021-bjp-and-trinamool-tarja-centered-on-the-appointment-of-agents-in-the-booth-of-bidhannagar-assembly
বিধাননগর বিধানসভায় এজেন্ট বসানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা

By

Published : Apr 17, 2021, 11:34 AM IST

কলকাতা, 17 এপ্রিল : নির্দল প্রার্থীর এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে তরজা ৷ ওই এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ায় প্রতিবাদ জানালেন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। পাল্টা তৃণমূল প্রার্থী সুজিত বসুর দাবি নির্দল প্রার্থী আসলে বিজেপির হয়ে নির্বাচনে লড়ছেন এবং নির্দল প্রার্থীর এজেন্ট আসলে বিজেপিরই লোক ৷
আরও পড়ুন : বর্ধমানে মাথা ফাটল বিজেপি এজেন্টের, অভিযুক্ত তৃণমূল

বিধাননগর বিধানসভায় এজেন্ট বসানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা


প্রসঙ্গত, পঞ্চম দফার নির্বাচনে বিধাননগর বিধানসভার বেশ কয়েকটি বুথে বিজেপির এজেন্টকে বসানো নিয়ে সমস্যা তৈরি হয় । যদিও পরে সমস্যা মিটে গিয়েছে বলে দাবি করেন সব্যসাচী দত্ত । অন্যদিকে, আরেকটি ঘটনায় বিধাননগরের বিদ্যাধরী স্কুলে ভোটারদের প্রভাবিত করা এবং ভয় দেখানোর অভিযোগ উঠল বিধাননগর উত্তর থানার আইসির বিরুদ্ধে । এই অভিযোগ এনেছেন খোদ বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত । তাঁর অভিযোগ স্কুলের বাইরে লম্বা লাইন দেখে ভোটারদের ভয় দেখান বিধাননগর উত্তর থানার আইসি ৷ ওই পুলিশ আধিকারিক না কি বলেন, এত সকাল-সকাল ভোটারদের ভোট দিতে আসার কী প্রয়োজন ছিল?

ABOUT THE AUTHOR

...view details