কলকাতা, 15 এপ্রিল : প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরবর্তী সময়ে আর কোনও নেতা নেত্রীকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মত দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে দেখেননি বিমান বসু । বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান । চলতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচন করেছেন মীনাক্ষী । দোষারোপের চিলচিৎকার নয়, বরং মানুষের আশু সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের জন্য লড়াই করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি ।
বিমান বসু মনে করেন, বিদুষী মেয়ের আপন করে নেওয়া কথায় মানুষ খুঁজে পেয়েছে তাদের কাছের মানুষের খোঁজ । তরুণ নেত্রীর জনপ্রিয়তার গ্রাফ বাড়ছে বুঝতে পেরেই নন্দীগ্রামে ভোট শেষ হতেই বাকি ছয়দফার জন্য মীনাক্ষীকে পোস্টার গার্ল করে দিয়েছে সিপিআইএম । ‘‘আমাকে দল যা দায়িত্ব দেবে বা দিয়েছে সেটাই আমি করি৷’’ শান্ত স্বরে সোজাসাপটা জবাব মীনাক্ষীর। নন্দীগ্রামে তাঁকে প্রার্থী করা এবং তাঁকে তুলে আনার ক্ষেত্রে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বড় ভূমিকা রয়েছে । কথাটা শুনে সেভাবে আমল দিলেন না অশীতিপর বামফ্রন্ট চেয়ারম্যান । ‘‘মীনাক্ষীর সারল্য, মীনাক্ষীর সোজাসাপটা বক্তব্য এবং জীবনজীবিকার কথা বলার ঢং মানুষ নিয়েছে । কটূক্তি নেই । বরং সরল যুক্তিতে কঠিন জিনিসকে সহজভাবে বুঝিয়ে বলার সহজাত গুণ রয়েছে৷’’ প্রশংসা বিমান বসুর ।