কলকাতা, 24 মার্চ:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোমানুষির সুযোগ নিয়ে তাঁর উপর জোর খাটাচ্ছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ তৃণমূল নেত্রীকে ব্ল্যাকমেইল করে তিনি নিজের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করিয়ে নিয়েছেন ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷
আসন্ন বিধানসভা নির্বাচনে নাজিমুদ্দিন শামসের নাম না-থাকার প্রসঙ্গে এ কথা বলেন ফিরহাদ ৷ নিজের নির্বাচনী কেন্দ্র কলকাতা বন্দর এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই জনসভায় দাঁড়িয়ে তৃণমূলের হেভিওয়েট নেতা বলেন, মুখ্যমন্ত্রীকে নানাভাবে প্রভাবিত করছেন অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর ভালোমানুষির সুযোগ নিয়ে অনুব্রত নিজের জোর খাটাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি ।