পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির

আগামিকাল, শনিবার পঞ্চম দফার ভোট৷ তার আগের সন্ধ্যায় একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করল বিজেপি৷ তাদের দাবি, শীতলকুচির গুলি-কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও ফোন করেছিলেন ওই কেন্দ্রের প্রার্থী পার্থপ্রতিম রায়কে৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত ৷

শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির
শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির

By

Published : Apr 16, 2021, 6:37 PM IST

Updated : Apr 16, 2021, 7:13 PM IST

কলকাতা, 16 এপ্রিল : বঙ্গের ভোট পঞ্চমীর ঠিক আগের সন্ধ্যায় সামনে এল আরও একটি অডিয়ো ক্লিপ ৷ যা শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাদের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সেখানে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ৷ সেই ফোনকলের অডিয়ো রেকর্ডিংই তারা সামনে এনেছে ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত ৷

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয় ৷ এই ঘটনা নিয়ে সেদিন থেকেই সরগরম রাজ্য রাজনীতি ৷ একদিকে বিজেপি দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির ফলেই এই ঘটনা ঘটেছে ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, নিরীহ ভোটারদের হত্যা করেছেন কেন্দ্রীয় বাহিনী ৷ বিজেপির নির্দেশেই এই কাজ হয়েছে ৷

এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় বিজেপির তরফে অমিত মালব্য ও লকেট চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠকে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেন ৷ বিজেপির দাবি, অডিয়ো ক্লিপের একপ্রাপ্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ৷ আর অন্যপ্রান্তে শোনা যাচ্ছে শীতকুচিতে তৃণমূলের প্রার্থী তথা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের কণ্ঠস্বর ৷

শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির

বিজেপির প্রকাশ করা অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে যে মহিলা কণ্ঠস্বর বলছেন, যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে যেন এফআইআর করতে দেওয়া না হয় ৷ পুলিশের কাছে যেন কোনও আইনজীবীকে দিয়ে অভিযোগ করানো হয় ৷ পরিবার ভোটের পর অভিযোগ জানাবে ৷

ওই মহিলা কণ্ঠ আরও বলছেন যে ভোট বানচাল করতে বিজেপি এটা করেছে ৷ এনপিআর, ডিটেনশন ক্যাম্প করতে এসব করা হচ্ছে৷ সেই দিকে তিনি নজর রাখার নির্দেশ দেন ৷ পাশাপাশি এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটাও জানতে চান ৷ উল্টোদিক থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর নাম শোনা যায়, তখনই ওই মহিলা কণ্ঠস্বরকে নির্দেশ দিতে শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনী, জেলার পুলিশ সুপার, আইসিকে ‘ফাঁসানো’ হবে ৷ একই সঙ্গে অডিয়োতে শোনা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা বলা হচ্ছে ৷

আরও পড়ুন :শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অধীর

বিজেপির দাবি, মহিলা কণ্ঠস্বরটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি কীভাবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ফাঁসানোর কথা বলতে পারেন, সেই প্রশ্নও তুলেছে বিজেপি ৷ পাশাপাশি তাদের দাবি, এসব বলে বঙ্গ ভোটে আরও মেরুকরণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই এই সব নির্দেশ তিনি দিয়েছেন৷

Last Updated : Apr 16, 2021, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details