কলাকাতা, 23 এপ্রিল : প্রধানমন্ত্রীর সভা বাতিলের পরেই প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের ! কাকতালীয় ? নির্বাচন কমিশনকে কটাক্ষ করে টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷
আজ কলকাতায় জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নির্বাচনী আবহাওয়ায় মোদির 13তম বঙ্গ সফরে কলকাতা ছাড়াও আরও তিন জায়গায় সভা করার কথা ছিল শুক্রবার ৷ গতকাল সেই সভা বাতিল করা হয় ৷ বিজেপির তরফে জানানো হয়, উদ্ভুত করোনা পরিস্থিতিতে বাতিল হচ্ছে জনসভা ৷ তবে ভার্চুয়াল সভা করবেন মোদি ৷ এর ঘণ্টা খানেক পরে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে সপ্তম ও অষ্টম দফা নির্বাচনে রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন ৷ জানানো হয়, জনসভা করা যাবে ৷ তবে সেখানে সর্বাধিক 500 লোক থাকতে পারবে ৷ তাদেরও করোনা বিধি মেনে চলতে হবে ৷ এই প্রসঙ্গেই কমিশনকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন: বাকি দুই দফায় রোড শো ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন