কলকাতা, 10 এপ্রিল : কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের ৷ এই বিষয়ে কড়া ভাষায় টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক টুইট করেন, হৃদয়বিদারক ঘটনা ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন নিরীহ মানুষের মৃত্যু হল ৷ এইসঙ্গে ট্যাগ করে অমিত শাহকে 'সোনার বাংলা' নিয়ে কটাক্ষ করলেন ৷
এই কি আপনার ভবিষ্যতের 'সোনার বাংলা' ? মাথাভাঙার ঘটনায় টুইটারে শাহকে প্রশ্ন অভিষেকের - টুইটারে শাহকে প্রশ্ন অভিষেকের
আজ মাথাভাঙার বিধানসভা কেন্দ্রের জোরপাটকিরে 4 জনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৷ মৃতদের নাম হামিদুল হক, মনিরুল হক, সামিয়ুল মিঞা ও আমজাদ হোসেন । এছাড়াও আরও 3 জন আহত হয়েছে ৷
আজ মাথাভাঙার বিধানসভা কেন্দ্রের জোরপাটকিরে 4 জনের মৃত্যু হয় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৷ মৃতদের নাম হামিদুল হক, মণিরুল হক, সামিয়ুল মিঞা ও আমজাদ হোসেন । এছাড়া আরও 3 জন আহত হয়েছে ৷ মৃতরা প্রত্যেকেই তৃণমূল কর্মী ৷ ইতিমধ্যে মাথাভাঙার ঘটনায় কড়া বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিজেপি হারছে বলে গুলি করে মানুষ মারছে ৷ কিন্তু সকলে শান্তিতে থাকুন ৷ কেউ অশান্তিতে জড়াবেন না ৷ " এরপরই টুইটারে কড়া প্রতিক্রিয়া জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
অভিষেক টুইট করেন, "হৃদয়বিদারক ঘটনা ৷ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জন নিরীহ মানুষের মৃত্যু হল ৷ " এরপর অমিত শাহকে ট্যাগ করে অভিষেকের প্রশ্ন, "এই কি আপনার ভবিষ্যতের 'সোনার বাংলা' ?"